রেডিও এবিসিতে নিয়োগ, সুযোগ থাকছে নতুনদেরও

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেডিও চ্যানেল এবিসি রেডিও। পাঁচ ধরনের পদে চাকরি দেবে প্রতিষ্ঠানটি। পদগুলোর মধ্যে রয়েছে :
রেডিও জকি
প্রোগ্রাম বিভাগে নিয়োগ দেওয়া হবে রেডিও জকি। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে পদটিতে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও এক মিনিটের অডিও ক্লিপসহ আবেদন করতে পারবেন।
প্রডিউসার
প্রোগ্রাম বিভাগে প্রডিউসার পদে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে পদটিতে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন এবিসি রেডিওর ই-মেইল ঠিকানায়।
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
ডিজিটাল মিডিয়া বিভাগে এ পদে নিয়োগ দেওয়া হবে। ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে এবিসি রেডিও।
ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভিশন এক্সিকিউটিভ
ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভিশন বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। মার্কেটিং স্নাতক পড়ছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। মার্কেটিংয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া অ্যাড সংস্থা বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
পদগুলোতে কাজ করতে আগ্রহী হলে ২০ অক্টোবর, ২০১৬ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন jobs@abcradiobd.fm ই-মেইল ঠিকানায়।
বিস্তারিত জানতে চাকরি ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :