ডেইলি স্টারে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ

জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পত্রিকাটিতে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যোগ্যতা
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাচিবিক বিদ্যা কোর্স সম্পন্ন থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে আবেদনকারীদের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
যোগ্য প্রার্থীরা আবেদনের জন্য জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে hr@thedailystar.net ঠিকানায়। এ ক্ষেত্রে ই-মেইলে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর, ২০১৬।
বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টার পত্রিকায় ২৬ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :