প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে দুই বছরসহ চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কৃষিভিত্তিক ফার্ম, বহুজাতিক কোম্পানি বা তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকছে ৩০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম