এশিয়ান পেইন্টসে একাধিক পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এশিয়ান পেইন্টস। ‘টেরিটরি সেলস ইনচার্জ’ ও ‘করপোরেট সেলস ইনচার্জ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
টেরিটরি সেলস ইনচার্জ
কোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের পদটিতে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :
করপোরেট সেলস ইনচার্জ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষতা এবং ‘এমএস অফিস’ অ্যাপ্লিকেশনে ভালো পারদর্শিতা থাকা আবশ্যক।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে info.apbl@asianpaints.com ঠিকানায়। এ ছাড়া প্রার্থীরা ডাকযোগেও আবেদন জানাতে পারবেন। সে ক্ষেত্রে ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এশিয়ান পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, হাউস-৪২৮/এ (পঞ্চম ফ্লোর), রোড-৩০, নিউ ডিওএইচএস মহাখালী, ঢাকা-১২০৬’ ঠিকানায় প্রার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট মাপের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৩০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম