বাদুড়ের তাণ্ডবে বন্ধ বিশ্ববিদ্যালয়ের ভবন!
বাদুড় সাধারণত দল বেঁধে থাকে। এমন হাজার হাজার বাদুড়ের একটি ঝাঁকের তাণ্ডবে লুইসিয়ানার একটি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের একটি ভবন!বাদুড়ে আক্রান্ত বিশ্ববিদ্যালয়টির নাম মুনরো কলেজ অব হেলথ সায়েন্সেস। কলেজের অন্তর্বর্তীকালীন ডিন কেন অ্যালফোর্ড নিশ্চিত করেছেন যে, এক মাস আগে প্রথম বিল্ডিংয়ের ভেতরে তিনি একটি বাদুড় দেখতে পান। বাদুড়গুলো সেখান থেকে ক্লাসরুম, হলরুম এবং অফিসেও আসতে শুরু...
সর্বাধিক ক্লিক