সাত ঘণ্টা পর শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে শুরু ফেরি চলাচল
সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। এরপর কুয়াশার তীব্রতা কমে গেলে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবারও শুরু হয় ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে স্বল্পপরিসরে চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। এর মধ্যে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে কুয়াশার তীব্রতা কমে গেলে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবারও শুরু হয় ফেরি চলাচল।
এদিকে, তীব্র স্রোত আর পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বেশ কিছুদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।