ঘন কুয়াশায় পদ্মায় বন্ধ ফেরি চলাচল
ঘন কুয়াশায় ঢেকে আছে পদ্মা। এতে বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে দেড় শতাধিক যানবাহন। যদিও কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া ঘাট এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশা দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করা হয়। ঘন কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। আবারও ঘন কুয়াশা দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে চারটি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় দেড় শতাধিক ছোট যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।