ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। আজ রোববার সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকাল ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ওই নারী নীল রঙের বোরখা পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাশ সেখানেই রয়েছে। রেল পুলিশ এসে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেবে।