সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুফুরা বেওয়া (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকায় রেল ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুফুরা পৌর মহল্লার রেলওয়ে কলোনীর মৃত বজলুর রহমানের স্ত্রী।
নিহতের বড় ছেলে আলামিন শেখ বলেন, ‘আমার মা রাত ৮টার দিকে রেলওয়ে কলোনীতে রেল ইয়ার্ডের সামনে রেল লাইন পার হচ্ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাতে ট্রেনের নিচে কাটা পড়ে সুফুরা বেওয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’