সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়ায় নাফ নদী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকেপড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।
মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত মঙ্গলবার বিকেলের দিকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এতে করে সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে গত চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের তিন শিক্ষকসহ ৭৭ জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষক-শিক্ষার্থী ও নীলফামারী মেডিকেল কলেজে ৩৮ জন শিক্ষক-শিক্ষার্থীসহ আটকা পড়েছেন বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন।