নেত্রকোনায় স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলায় নিন্দা
নেত্রকোনা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ জন্য কাউকে দোষারোপ না করলেও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এই প্রার্থী। সদর উপজেলার লক্ষীগঞ্জ বাজারে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জাতীয় সংসদের ১৫৮ তম আসন নেত্রকোনা-২। সদর এবং বারহাট্টা উপজেলা নিয়ে এই আসন গঠিত। আসনটিতে ঈগল প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
জানা গেছে, লক্ষীগঞ্জ বাজার এলাকায় অস্থায়ী নির্বাচনি কার্যালয় করেছিলেন আরিফ খান জয়। আজ সন্ধ্যায় দুর্বৃত্তরা কার্যালয়টিতে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এর আগে বৃহস্পতিবার রাতে সাতপাই এলাকায় ঈগলের আরেকটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়।
আরিফ খান জয় বলেন, ‘আমার নিবাচনি কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি। আমাদের কেন্দ্র ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি।’
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, ‘নির্বাচনি কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’