ম্যানেজার পদে রবিতে নিয়োগ
দেশের অন্যতম জনপ্রিয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি অ্যাক্সিয়াটা লিমিটেড জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার-ক্যাম্পেইন ম্যানেজমেন্ট (সিএলএম) পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে মার্কেটিং, ব্যবস্থাপনা, বাণিজ্য এবং টেলকো পণ্য ব্যবস্থাপনায় ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। আবেদনপত্র জমাদানের জন্য কোনো নির্ধারিত সময়সীমা উল্লেখ করেনি রবি।