দিনাজপুরে পেট্রল পাম্পে অগ্নিকাণ্ড
দিনাজপুরের কাহারুল উপজেলার ১০ মাইল মোড়ে আরিফ পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় তিন ফায়ার সার্ভিসকর্মীসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক মোতালেব, ইন্সপেক্টর রেজাউল ইসলাম, ফায়ার ফাইটার রাজু ইসলাম ও একটি গাড়ির মালিক জুয়েল।
অগ্নিকাণ্ডে দুটি ট্রাক ও একটি তেলের লরি এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভুস্মীভূত হয়েছে।
পেট্রোল পাম্পের মালিক আসাদুজ্জামান আসাদ জানান, তাঁর পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস রংপুর বিভাগের উপপরিচালক নাজমুস জামান জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত করা হলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। আমাদের তিন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন।