যুক্তরাজ্যে কাঁসা-পিতলের শক্তিশালী বাজার তৈরি সম্ভব : সারা কুক
ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, বাংলাদেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা কাঁসা ও পিতলের ব্যবহার সম্পর্কে যুক্তরাজ্যের বেশ আগ্রহ রয়েছে। রপ্তানি পণ্য হিসেবে ঐতিহ্যবাহী এই শিল্পের শক্তিশালী বাজার তৈরি করা সম্ভব যুক্তরাজ্যে। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার ধামরাইয়ে রথখোলায় কয়েকশ বছরের পুরনো কাঁসা ও পিতলের শিল্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘প্রথমবার দশ বছর আগে একবার এসেছিলাম। তখন তামা কাঁসার তৈরি হস্তশিল্প সংগ্রহ করেছিলাম। সেই মুগ্ধতার টানে আবারও এসেছি।’
এ সময় সারা কুকের সঙ্গে ছিলেন স্বামী ম্যাককালাম ও বোন দেবোরা কুক। ধামরাই মেটাল ক্র্যাফটের শোরুমে পৌঁছালে তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুকান্ত বণিক। তামা পিতলের সুক্ষ্ম কারুকার্যে গড়া বিভিন্ন মুর্তির মধ্যে হাতি, ঘোড়া, লক্ষ্মী প্যাঁচা, বুদ্ধ, রাধা-কৃষ্ণ, বিষ্ণু ও নটরাজসহ বৈচিত্র্যময় সৃষ্টি সম্ভার দেখে নিজের মুগ্ধতার কথাও জানান হাইকমিশনার। পরে তারা ধামরাই পৌরসভার মাধব মন্দির পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম শেখ, ধামরাই মন্দির ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।