মক্কায় আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল শনিবার (১৮ মে) মারা যান তিনি। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হলো।
আজ রোববার (১৯ মে) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম হজযাত্রীর মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।
জহিরুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির নাম মোস্তফা (৮৯)। তিনি ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজি-০৭৪০৮৪৭।
গত ১৫ মে সৌদি আরবের মদিনায় আসাদুজ্জামান নামে বাংলাদেশি আরেক হজযাত্রী মারা যান।
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৬০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ১৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এবার হজে যাওয়ার জন্য এখন পর্যন্ত মোট ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২০টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।