অষ্টম শ্রেণি ও উচ্চ মাধ্যমিক পাসেই ব্র্যাকে চাকরি
ব্র্যাক এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত ‘ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে’ জনবল নিয়োগ দেওয়া হবে। সেলস অফিসার ও ড্রাইভার পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
সেলস অফিসার
উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এ ছাড়া ভোগ্যপণ্য বিক্রয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
নিয়োগপ্রাপ্তদের মাসিক আট হাজার ১৭১ টাকা ছাড়াও টিএ-ডিএ, বিভিন্ন ভাতা এবং মোবাইল বিলের সুবিধা দেওয়া হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
ড্রাইভার
অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের হালকা, মাঝারি ও ভারি যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
গাজীপুরের ফ্যাক্টরিতে এই পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ৭৫০ টাকা থেকে ১০ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া থাকবে বিভিন্ন ভাতাসহ অন্যান্য সুবিধা। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত, দুই কপি ছবি, সব শিক্ষাসনদ ও অভিজ্ঞতাপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্সসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ২ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২২ এপ্রিল-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :