দুই কনস্টেবলকে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদসহ অন্য আরও দুই হত্যা মামলার আসামি দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই দুই আসামি হলেন- গাজীপুরের কোনাবাড়িতে কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও উত্তরার একটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল হোসেন আলী।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজীল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মো. হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এ আদেশ দিয়েছেন আদালত।