নেতাদের খোঁজ নেই, ‘শেখ হাসিনাতেই আস্থা’র পোস্টার দেয়ালজুড়ে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের খোঁজ মিলছে না। কিন্তু উপজেলা সদরের দেয়াল ছেয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারে।
পোস্টারে লেখা রয়েছে ‘আগেই ভালো ছিলাম’, মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং এরপরে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা’। শেষে লেখা রয়েছে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স, গোপালগঞ্জ জেলা’। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসুক জনতার দৃষ্টি আকর্ষণ করেছে এ পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে, সেটি দল কিংবা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেননি।
শুক্রবার দিনগত রাতে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’নামে একটি সংগঠনের ব্যানারে এ পোস্টার সাঁটানো হয়েছে। এতদিন গোপালগঞ্জ তথা দেশের কোথাও এই নামের কোনো সংগঠনের নাম শোনা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগই এই নাম ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে।
পোস্টারটি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ উৎসাহ নিয়ে পোস্টারটি দেখছেন।
গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। নতুন এই সংগঠন সম্পর্কে জানতে উপজেলা কিংবা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।