উচ্চ মাধ্যমিক পাসেই ক্যারিয়ার শুরু করুন প্রাণ-এ
এইচএসসি অথবা স্নাতক শেষ করে যাঁরা মার্কেটিং-সেলসে ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো প্রাণ। সেলস রিপ্রেজেন্টেটিভ পদে সারা দেশে নতুনদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এইচএসসি অথবা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এসএসসি পাসেও।
বয়স
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে প্রার্থীদের সেলসে এক বছরের অভিজ্ঞতা থাকলে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিল করবে কর্তৃপক্ষ।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীদের সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বেতন ও কর্মস্থল
পদটিতে আকর্ষণীয় বেতন-ভাতা, কমিশন, বিদেশ গমনের সুবিধা, পদোন্নতিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি, সব পরীক্ষায় পাসের মূল সনদ, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ বিজ্ঞাপনে উল্লেখিত তারিখ ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে প্রাণ।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৯ মে-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :