দেশব্যাপী ১০০৫ পদে নিয়োগ দেবে টিএমএসএস
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস সারাদেশের বিভিন্ন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ ধরনের পদে এক হাজার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
জোনাল ম্যানেজার
১০ টি পদে হিসাববিজ্ঞান বা ফিন্যান্স থেকে স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তিন বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউতার চালনায় দক্ষ হতে হবে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর। ঢাকার অভ্যন্তরে এ পদটিতে বেতন দেওয়া হবে ২৪ হাজার ৩০০ টাকা থেকে ২৫ হাজার ৯২০ টাকা।
আঞ্চলিক ব্যাবস্থাপক (হিসাব)
আঞ্চলিক ব্যাবস্থাপক পদে ঢাকায় নিয়োগ পাবেন ১০ জন। হিসাববিজ্ঞান বা ফিন্যান্স থেকে স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের শর্ত হিসেবে কম্পিউটারে পারদর্শী হতে হবে প্রার্থীদের। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২০ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০ টাকা।
আইটি অফিসার
ঢাকার অভ্যন্তরে আটজনকে নিয়োগ দেওয়া হবে আইটি অফিসার পদে। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রশিক্ষণদানে পারদর্শী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২০ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০ টাকা।
আঞ্চলিক ব্যাবস্থাপক (এমএফ)
সারা দেশে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এ ছাড়া আবেদনের জন্য মোটরসাইকেল চালনা এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। পদটিতে বেতন দেওয়া হবে ২৮ হাজার ৭৫০ টাকা থেকে ৩১ হাজার ৮৫৫ টাকা।
হিসাবরক্ষণ কর্মকর্তা
হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ঢাকায় ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। হিসাববিজ্ঞান বা ফিন্যান্স থেকে স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার ৫৬০ টাকা থেকে ১৭ হাজার ৬৬৪ টাকা।
শাখা ব্যবস্থাপক
পদটিতে বিভিন্ন জেলায় ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ হতে হবে। পদটিতে আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২১ হাজার ৩২০ থেকে ২৩ হাজার ৯৪৪ টাকা।
শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর
এই পদে সাড়া দেশে নিয়োগ পাবেন ১৫০ জন। স্নাতক, বিবিএ বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৭ হাজার ২৫০ টাকা থেকে ১৯ হাজার ২৭৫ টাকা।
ফিল্ড সুপারভাইজার
সারা দেশে মাঠ পর্যায়ে ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে ফিল্ড সুপারভাইজার পদে। স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তর পাস হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৬ হাজার ১২০ টাকা থেকে ১৮ হাজার ১০৪ টাকা বেতনের চাকরিটির জন্য।
সহকারী শিক্ষক
টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখায় দুজন কৃষিশিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কৃষিশিক্ষায় স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের শিক্ষকতা পেশায় দুই বছরের অভিজ্ঞতা এবং অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী হয়ে হতে হবে। পদটিতে আট হাজার থেকে ১১ হাজার ১৫০ টাকা বেতন দেওয়া হবে।
বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)
এই পদে নিয়োগ পাবেন দুজন। প্রার্থীদের বিএসসি ইন সিভিল পাস হতে হবে। এ ছাড়া নির্মাণকাজে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৯ হাজার ৭০০ থেকে ৩৬ হাজার ৬৩০ টাকা।
বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ পাবেন একজন। প্রার্থীদের বিএসসি ইন ইলেকট্রিক্যাল পাস হতে হবে। এ ছাড়া বৈদ্যুতিক কাজে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৯ হাজার ৭০০ থেকে ৩৬ হাজার ৬৩০ টাকা।
অটোমোবাইল মেকার
পদটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন দুজন। এসএসসি পাস এবং পাঁচ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩৫ বছর। ঢাকার অভ্যন্তরে এ পদে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত কাগজপত্র ও আবেদন ফিসহ বিজ্ঞাপনে উল্লেখিত স্থানে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন করা যাবে ২০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১ জুন, ২০১৬ তারিখ প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :