২৫ হাজার টাকা বেতনে নতুনদের জন্য আকিজে চাকরি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। ‘লিফ এক্সটেনশন অফিসার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদটিতে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিদ্যা ওপরে বিএসসি (সম্মান) বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষা জীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩২ বছর বয়সী পুরুষ প্রার্থীরা। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারজ্ঞান ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
কর্মস্থল ও বেতন
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয় হতে পারে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকা। পাশাপাশি থাকতে ভাতাসহ বিভিন্ন সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের বা জন্মনিবন্ধনের কপি এবং দুই কপি ছবিসহ আবেদন করতে পারবেন ‘এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, আকিজ গ্রুপ, আকিজ চেম্বার, ৭৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদন করা যাবে ২১ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম