সারা দেশে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, যোগ্যতা উচ্চ মাধ্যমিক
আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সেলস রিপ্রেজেনটেটিভ’ পদে দেশের সবকটি বিভাগে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আবেদনের যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ডিগ্রি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সাক্ষাৎকারের বিস্তারিত
আগ্রহী প্রার্থীরা সব শিক্ষাসনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, বায়োডাটা, লিখিত আবেদনপত্র এবং দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকতে পারবেন। সাক্ষাৎকার নেওয়া হবে ৫ ও ১২ আগস্ট সকাল ১০টা থেকে। সাক্ষাৎকারের সময় সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকার-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৮৮ ৮০১০৯৯ নম্বরে।
বিস্তারিত জানতে আবুল খায়ের প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :