ভৈরবে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে আশুরা উদযাপিত
মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, পাড়ায় পাড়ায় শিরনি, খিচুরি, জিলাপি ও বাতাসা বিতরণ এবং নফল রোজা রাখার মাধ্যমে ভৈরবে পবিত্র আশুরা উদযাপিত হয়েছে।
দিনটিকে স্মরণ করে দেশের অন্যান্য স্থানের মতো ভৈরবের বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। সেসব মিছিল থেকে হাজার হাজার মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ বুক ফাটা বিলাপে চারপাশের আকাশ-বাতাসকে প্রকম্পিত করে তোলে। পাঠ করে সেই দিনের শোকাবহ পুঁথি, গজল।
উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শোকাবহ তাজিয়া মিছিলগুলো নানা প্রকার বাদ্যযন্ত্রের তালে তালে ঘোড়া, মিনার, পালকি নিয়ে বিলাপ করতে করতে দীর্ঘ পথ হেঁটে মিলিত হয় আশুরার মাঠে। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরের লক্ষ্মীপুর গ্রামের সেই আশুরার মাঠ ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে। আজকের এই আশুরার মাঠ পরিণত হয় যেন কারবালার সেই মাঠে!
এদিকে এই ধর্মীয় অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় তিনস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।