কুড়িগ্রামে ৮টি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন
কুড়িগ্রামের সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আটটি বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সুইড বাংলাদেশের উদ্যোগে স্থাপিত এই বিদ্যালয়গুলোর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক কুড়িগ্রাম খবর-এর সম্পাদক এস এম ছানালাল বকসীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাওয়াহেরুল ইসলাম মামুন, ডা. অজন্তা রানী সাহা, মাহমুদুল হক তাহের প্রমুখ।
সভায় জাওয়াহেরুল ইসলাম মামুন জানান, এসব বিদ্যালয়ে ৪০০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুকে বিশেষ শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে।