জামালপুরে ফেসবুক মেলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে জামালপুরে শুরু হয়েছে ফেসবুক মেলা। ফেসবুককে ইতিবাচক কাজে লাগিয়ে জামালপুর জেলাকে সম্ভাবনা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এ মেলা উদ্বোধন করা হয়।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের উদ্যোগে এক ফেসবুক শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফেসবুক মেলার উদ্বোধন করা হয়। মেলায় তথ্যপ্রযুক্তি ও ফেসবুক বিষয়ে ২৪টি স্টল রয়েছে। এ ফেসবুক মেলা আজ রাত ৯টা পর্যন্ত চলবে।
এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা। জেলা প্রশাসক মো. শাহাব উদ্দিন খান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান।
এ সময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এমনকি ফেসবুকের মাধ্যমে নাগরিক সাংবাদিকতা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। ফেসবুকের নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে ইতিবাচক দিকগুলোকে কাজে লাগাতে হবে।
আলোচনা সভা শেষে ‘জনসেবা ও শিক্ষার উন্নয়নে ফেসবুকের ব্যবহার’ শীর্ষক এক সেমিনার এবং জেলায় সিটিজেন জার্নালিস্ট ফোরাম গঠন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।