কুড়িগ্রামে ডিসির ‘কটূক্তির’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুড়িগ্রামের রৌমারি উপজেলার সাংবাদিকরা।
আজ রোববার দুপুরে জেলার রৌমারী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের এমন আপত্তিকর মন্তব্য কাম্য নয়। অবিলম্বে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন রৌমারী প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহসভাপতি এস এম সাদিক হোসেন, সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম সুজা, সদস্য রফিকুল ইসলাম সাজু, আমির হোসেন, আনিছুর রহমান, শাহাদৎ হোসেন প্রমুখ।
গত ১৭ নভেম্বর রৌমারীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। এ সময় তিনি বলেন, ‘পাঁচটা নোট দিলেই সাংবাদিকরা আর লেখেন না। না দিলেই উল্টাপাল্টা রিপোর্ট করেন। আপনারা দুর্নীতি করবেন না, তাহলে সাংবাদিকদের টাকাও দিতে হবে না।’
এ ছাড়া ওই মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়।