কুড়িগ্রাম-ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালু
কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ট্রেনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী।
এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৮টায় কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হয়। প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৪০টি শোভন ও ১০টি এসি সিট ক্যাপাসিটির দুটি বগি রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা আসা-যাওয়া করবে।
এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে আন্তনগর ট্রেন সার্ভিস চালু করে সরকার।