আনন্দে মাতল সুবিধাবঞ্চিত শিশুরা
জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুরা মেতেছিল আনন্দে। পেয়েছে নতুন জামা। ইফতার করেছে সবাই একসঙ্গে।
আজ শুক্রবার জামালপুরের অপরাজেয় বাংলাদেশের ২৬ সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে সময় কাটিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’-এর তরুণরা।
ইফতার আয়োজনের পাশাপাশি সংগঠনের সদস্যরা অসহায় শিশুদের জন্য পোশাক ও ঈদ উপহার নিয়ে হাজির হয়েছিলেন জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র ‘অপরাজেয় বাংলাদেশে’।
অসহায় শিশুদের আশ্রয়কেন্দ্র জামালপুরের অপরাজেয় বাংলাদেশ। এখানে বাস করছে ছয় থেকে ১৫ বছর বয়সী শিশুরা। এখানে কারো জায়গা হয়েছে মা-বাবা হারিয়ে, কেউ বা এসেছে পথ হারিয়ে, কারো জায়গা হয়েছে নিষিদ্ধ পল্লীর অন্ধকার জগৎ থেকে বাঁচতে। এখন তাদের একটাই পরিচয়—সুবিধাবঞ্চিত শিশু।
জামালপুর শহরের হাজিপাড়ায় অপরাজেয় বাংলাদেশ-এর আশ্রয়কেন্দ্রে বিকেল ৪টা থেকে ‘ভালোবাসি জামালপুর’-এর সদস্যরা শিশুদের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছেন, ইফতারে মুখে তুলে দিয়েছেন খাবার, পরিয়ে দিয়েছেন রঙিন নতুন পোশাক।
ভালোবাসি জামালপুরের কর্মসূচি সমন্বয়ক ফজলে রাব্বী সৌরভ বলেন, “তাদের মুখে হাসি ফোটাব’ নামে একটি কর্মসূচির আওতায় এই কাজটি করেছি। এই উদ্যোগে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।”