কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
কুড়িগ্রামে বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
আজ সোমবার দুপুরে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ ও জনতা বাজারে ত্রাণ বিতরণ করেন এনাম এন্টারপ্রাইজ রংপুরের স্বত্বাধিকারী মো. আলতাব হোসেন। এক হাজার নারী ও শিশুর মধ্যে কাপড় ও বিস্কুট বিতরণ করেন তিনি।
অন্যদিকে বিজিবির রংপুর রিজিওনের উদ্যোগে অস্ট্রেলিয়া প্রবাসীর সহায়তায় নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহবুবুর রহমান এবং ৪৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি, চিঁড়া, গুড়, তেল, গরম মসলা, পেঁয়াজ, আদা, রসুন ও খাওয়ার স্যালাইন।