জামালপুরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলজোর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামের আলফাজের ছেলে রাশেদুল (৩৫) ও আবু তালেবের ছেলে সোবহান(৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাশেদুল ও সোবহানের সঙ্গে ফুলজোর গ্রামের জহুরুল মেম্বারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার জহুরুল মেম্বারের সঙ্গে রাশেদুল ও সোবহানের বাগবিতণ্ডা হয়। আজ সকাল ১০টার দিকে জহুরুল মেম্বার ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাশেদুল ও সোবহানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর করে এবং ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে রাশেদুল ও সোবহান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হামলা চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় পুলিশ হাফিজ ও শাহীন নামের দুজনকে আটক করেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।