জামালপুরে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির
জামালপুরে নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিড়ে ফেলা ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন জামালপুর-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
আজ শনিবার দুপুরে শহরের সরদারপাড়ায় ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওয়ারেছ আলী মামুন।
এ সময় বিএনপির এই প্রার্থী বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে মুখোশধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা প্রতিদিন রাত ১২টার পর থেকে বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী অফিস ভাঙচুর, কর্মীদের হুমকি ও পোস্টার ছিড়ে ফেলছে। ছোনটিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।
ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, কেন্দুয়ায় তাঁর নির্বাচনী প্রচার মিছিলে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন সাত থেকে আটজন। এ ছাড়া সাদা পোশাকধারী পুলিশ বিএনপি কর্মীদের বাসায় অভিযান চালাচ্ছে। সব মিলিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।