রাস্তার পাশে পড়ে ছিল পুলিশ সদস্যের লাশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাস্তার পাশ থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নাওডাঙ্গা এলাকার পূর্ব ফুলমতি গ্রামে রাস্তার পাশ থেকে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিশের নাম আমিনুল ইসলাম (৫৫)। তিনি ফুলবাড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার বাড় আখিরায়।
পুলিশ জানায়, গতকাল রাতে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে রাস্তার পাশের জমিতে মোটরসাইকেলসহ পুলিশ সদস্য আমিনুলকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে অন্য পুলিশ সদস্যরা আমিনুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গতকাল রাত ৯টার দিকে থানায় ডিউটি করেন আমিনুল। পরে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পূর্ব ফুলমতি গ্রামে যাওয়ার পথে চলন্ত গাড়িতেই তিনি হার্ট অ্যাটাক করে রাস্তার পাশে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।’ আমিনুল হার্টের রোগী ছিলেন বলেও জানান মেনহাজুল আলম।