সাংবাদিক শফিক জামানের চিকিৎসায় অবহেলা, তদন্ত কমিটি গঠন
চিকিৎসকদের অবহেলায় এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামানের মৃত্যুর অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ কমিটি গঠনের নির্দেশ দেন।
স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাসেমকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের সময় জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সিরাজুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিভিল সার্জন ডা. গৌতম রায়কে দায়িত্ব দেওয়া হয়।
সাংবাদিক শফিক জামানের স্বজনরা জানান, গত শুক্রবার সকালে শহরের দেওয়ানপাড়া এলাকার বাসায় অসুস্থ বোধ করেন শফিক জামান। তাৎক্ষণিকভাবে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে কিছুটা সুস্থ বোধ করার পর তাঁকে বাসায় নিয়ে আসা হয়।
রোববার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি : এনটিভি
কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থবোধ করলে পরিবারের লোকজন ও সহকর্মীরা শফিক জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথেই তিনি মারা যান বলে রাত সাড়ে ৯টায় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
শফিক জামানের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শফিক জামানের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এরপর শনিবার বাদ আসর জেলা শহরের দেওয়ানপাড়ার টেনিস ক্লাব মাঠে শফিক জামানের জানাজা হয়। জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক শফিক জামান ছিলেন অকৃতদার। তিনি ঘনিষ্ঠজনদের কাছে ‘লেবু ভাই’ হিসেবেই সমধিক পরিচিত ছিলেন। কবি হিসেবেও খ্যাতি ছিল শফিক জামানের। এনটিভি ছাড়াও তিনি ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে সাংবাদিকতার জগতে পা রাখা শফিক জামান কর্মজীবনে বিভিন্ন সময়ে ভোরের কাগজ, আজকের কাগজ, আমার দেশ, যায়যায়দিন, একুশে টেলিভিশন, বাংলা নিউজসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি কবিতাকর্মীদের সংগঠন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।