বিদ্যুতের দাম বাড়লেও খুব বেশি হবে না : জ্বালানি উপদেষ্টা
বিদ্যুতের দাম বাড়লেও তা খুব বেশি বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আজ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়ার অর্থায়নে মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের নির্মিত ২৭৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন প্রক্রিয়া উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।
তৌফিক-ই-ইলাহী বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম নির্ধারণ করে। সব দিক দেখে, বিদ্যুতের খরচ কত, জনগণের ক্রয়ক্ষমতা দেখে, তাদের একটা হিয়ারিং শেষ হয়েছে। এখন তাঁরা চিন্তাভাবনা করতেছেন। আমার মনে হয় না, বিদ্যুতের দাম বাড়লেও খুব একটা বাড়বে। অল্প কিছু বাড়লেও বাড়তে পারে। যাতে করে ভবিষ্যতে আমাদের যেগুলো উৎপাদন এবং বিতরণ, সঞ্চালন সংস্থা আছে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দিনই কোনো পদক্ষেপ নেন না সাধারণ মানুষের কথা না চিন্তা করে। ওইটা মনে রেখে উনি আমাদের দিক-নির্দেশনা দেন। আমরা তাদের সাথে আলাপ করি। তবে সিদ্ধান্তটা নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।’
এ ছাড়া দেশে এখন চাহিদা অনুযায়ী সাড়ে আট হাজার থেকে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়লেও লোডশেডিংয়ের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই আর বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান সাহিনুল ইসলাম খান ও মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের পরিচালক মোহাম্মদ নাজরি বিন সাহারুদ্দিন।
প্রতিষ্ঠানটি জানায়, এখান থেকে বর্তমানে ২৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া হবে।