ছাত্র নিয়ে গেল খাবার, মাদ্রাসা শিক্ষক করলেন ‘বলাৎকার’
জামালপুরে এক ছাত্রকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মো. আলাউদ্দিন আলাল নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার রাত ১১টায় মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারগড় মোজাদ্দেদীয়া আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষক মো. আলাউদ্দিন আলাল মাদ্রাসার ৩ নম্বর কক্ষে থাকেন। গত শুক্রবার দুপুরে সেখানে খাবার নিয়ে যায় হিফজ বিভাগের ওই ছাত্র।
এ সময় আলাউদ্দিন কক্ষের মধ্যে দরজা-জানালা বন্ধ করে ওই ছাত্রকে যৌন নিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনা কাউকে না বলার জন্যও ওই ছাত্রকে ভয়ভীতি দেখান শিক্ষক।
শনিবার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মো. আলাউদ্দিনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।