যৌন নিপীড়নের প্রমাণ, জাবি শিক্ষককে অপসারণ
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রমাণ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
রেজিস্ট্রার জানান, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কয়েকজন ছাত্রীর জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে গত বছরের ২৩ আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে অধিকতর তদন্তের জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়।