ঢাকায় দুই ‘মানবপাচারকারী’ আটক, উদ্ধার ১৮
রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই এলাকার একটি হোটেল থেকে তাদের প্রতারণার শিকার ১৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গতকাল রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে এক অভিযানে দুজনকে আটক করা হয়। ডিবি দাবি করেছে, তারা মানবপাচারকারী।
আটক ব্যক্তিরা হলেন গোলাম রাব্বানী ও মো. শাহাদাত হোসেন ওরফে মাসুদ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশকোনা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় আটক ও প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়।
পাচারের জন্য আনা ব্যক্তিদের দেশের বিভিন্ন জায়গা থেকে নৌপথে মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর জন্য হোটেলটিতে অপেক্ষমাণ রাখা হয়েছিল বলে জানান উপকমিশনার।
গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের কাছ থেকে পাচারকারীরা সাত লাখ টাকা করে নিয়েছে। তবে এ ঘটনায় জড়িত জিএলসি প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের এমডি মাহামুদুর রহমান, ম্যানেজার বাবুল হোসেন, ক্যাশিয়ার মাহফুজুর রহমান এবং মাহবুব ও ওবাইদুল নামের দুই কর্মচারী পালিয়ে যায়। আটক দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মানবপাচারকারী আরো অনেক প্রতিষ্ঠানের নাম জানা যাবে বলে জানায় গোয়েন্দা পুলিশ।