জামালপুরে সাড়ে সাত হাজার ইয়াবা জব্দ, যুবক আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে সাত হাজার ৪০০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক সাদ্দাম হোসেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, আজ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
‘এ সময় একটি অটোরিকশা থেকে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে সাত হাজার ৪০০ ইয়াবা জব্দ করা হয়। সাদ্দাম কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে জামালপুর যাচ্ছিলেন। পরে তাঁকে আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়।’
সাদ্দামের বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান ওসি।