জামালপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া বলেন, আজ শনিবার দুপুরে নারায়ণপুর মধ্যপাড়া গজারিয়া এলাকায় একটি বিলের ধানক্ষেত থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত গলিত লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই যুবক কয়েকদিন আগেই মারা গেছেন। লাশটি শেয়ালে খেয়েছে বলে মন্তব্য করেন পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বলা যাবে এটা হত্যা না অন্যকিছু।