ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, ১০ কি.মি. জট
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিমতলী থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির চাকা পাংচার করে ও চাকা খুলে গাড়ি ফেলে রেখেছেন অটোরিকশার মালিক-শ্রমিক সংগঠনের সদস্যরা। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁরা অবিলম্বে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান বলেন, ‘কুচিয়ামোড়া সেতুর ওপর বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার করে ফেলে রাখা হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় পাঁচ থেকে সাতটি গাড়ি পাংচার করে ফেলে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আমরা অতিরিক্ত পুলিশ পাঠাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যেই মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে যান চলাচল চালুর চেষ্টা করছি।’