বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ওয়েভ ফাউন্ডেশন
বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন গোলখালী, রতনদী, তালতলী, গলাচিপা, গজারিয়া ইউনিয়ন এবং মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মোহম্মদপুর, পলাশবাড়িয়া, বিনোদপুর ইউনিয়নগুলোয় প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নিম্নোক্ত পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম
টেকনিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান/ ফলিত পুষ্টি বিষয়ে ন্যূনতম স্নাতক (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। প্রার্থী সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
মাঠ পর্যায়ে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো প্রতিকূল পরিবেশে সমস্যা মোকাবিলা করে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি প্রতিবেদন লেখায় পারদর্শী হতে হবে।
মোটরসাইকেল চালনা জানতে হবে ও বৈধ লাইসেন্স থাকতে হবে।
কর্মস্থল
পটুয়াখালী, মাগুরা
বেতন-ভাতা
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা : সর্বসাকল্যে বেতন ৩৮,০০০/- টাকা ও যাতায়াত-যোগাযোগ বাবদ ৩,০০০/- টাকা। এ ছাড়া প্রকল্প নির্ধারিত উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
বার্ষিক তিনটি উৎসব ভাতা থাকবে।
আবেদন প্রক্রিয়া
খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে। প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ও টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধু বাছাইকৃত প্রার্থীরকেই পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সনদপত্রগুলোরর ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি (সবকিছু সত্যায়িত) ও যোগাযোগ নম্বরসহ আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ৩/১১, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের সময়
আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৬ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস