স্নাতক পাসেই নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এডুকেশন অর্গানাইজার (ফরমাল স্কুল) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এডুকেশন অর্গানাইজার (ফরমাল স্কুল)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমের প্রি-প্রাইমারি, অ্যাডভোকেসি মবিলাইজেশন ও বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকতা পেশায় অভিজ্ঞ এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার পাবে। নিয়মিত সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস চালানো ও প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল
রংপুর
বেতন
মাসিক বেতন সর্বসাকল্যে ১৫,০০০/-। এ ছাড়া বোনাসসহ প্রকল্প বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই উপজেলা ও ইউনিয়নের নাম লিখতে হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবনবৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলির সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক-নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে। আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে।
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা
পদটিতে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস