জামালপুরে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরে এক হাজার পিস ইয়াবাসহ রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল শাহবাজপুর এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। এ সময় তাঁর কাছে এক হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, রাজু জামালপুরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একটি খুনসহ মাদকদ্রব্য আইনে পাঁচটি মামলা আছে।