আট ‘জামায়াতকর্মী’ আটক, ৪০০ ‘চাঁদনী রাতের প্রেমিকা’ জব্দ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে ‘শহীদ’ আখ্যা দিয়ে এবং তাঁদের উৎসর্গ করে বই ছাপানোর অভিযোগে আট প্রেস কর্মচারীকে আটক করেছে জামালপুর পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক আটজনই জামায়াতের কর্মী।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন প্রেস ম্যানেজার মো. ওবায়দুল্লাহ লুলু, কর্মচারী সিফাত, মো. আল মামুন, মো. কাজল, জিয়াউল হক, মো. আ. সালাম, মো. জহুরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জেলা জামায়াত নেতা লোকমান হোসেনের মালিকানাধীন শহরের স্টেশন রোডের ‘কাঁশফুল প্রিন্টিং প্রেসে’ অভিযান চালিয়ে যুদ্ধাপরাধী কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে উৎসর্গ করা ‘চাঁদনী রাতের প্রেমিকা’ নামে ৪০০ কাব্যগ্রন্থ জব্দ করে। এ সময় সেখান থেকে বিভিন্ন পুস্তক ও প্রচারপত্রও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, নামে কাব্যগ্রন্থ হলেও জামায়াতকর্মীদের উদ্বুদ্ধ করতে প্রতিটি কবিতায় দেশবিরোধী বক্তব্য রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দিন জানান, প্রেসের মালিক লোকমান হোসেন শহরের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি। এই প্রেসে নিয়মিত জামায়াতের বই, পুস্তিকা ও প্রচারপত্র ছাপানো হতো বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান এসপি।