জামালপুরে মাদ্রাসার খিচুড়ি খেয়ে ৪০ শিশু অসুস্থ
জামালপুরের সরিষাবাড়ীতে এক মাদ্রাসার এতিমখানার উদ্বোধন অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে ৪০ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান জানান, রোববার সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকার তালেমুল কোরআন নুরানি মাদ্রাসার এতিমখানার উদ্বোধন অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে ৪০ শিশু অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিশুদের মধ্যে ২৭ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে ১৫ শিশুর অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়। অসুস্থ অন্য ১৩ শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।