জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে দেখা দিয়েছে বন্যা। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩২ সেন্টি মিটার বেড়েছে। পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ১৫টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুরের চিনাডুলি, পাথর্শী, নোয়ারপাড়া, বেলগাছা, কুলকান্দি, সাপধরী, দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী, বাহাদুরাবাদ, পৌর এলাকা, বকশীগঞ্জের সাধুরপাড়া, মেরুরচর, সরিষাবাড়ী উপজেলার পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সব মিলিয়ে জেলার চার উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গত বছর বন্যায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছিল। সেইসব ভাঙা অংশ মেরামত না করায় সেসব জায়গা দিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। সড়কে পানি উঠায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে, করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষগুলো বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে এ নিয়ে দুঃশ্চিতায় পড়েছে।