পাঁচ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রপ্তানি
ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর থেকে আগামী রোববার, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৮ সেপ্টেম্বর, সোমবার থেকে বন্দরে যথারীতি কার্যক্রম শুরু হবে।
হিলি স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ওই পাঁচ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।