জামালপুরে নিজ ঘরে মা-ছেলে খুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী ৩৮ বছর বয়সী মোসলেমা আক্তার শিখা ও তিন বছরের ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের লাশ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত শিখার স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।