৫৬ কেজি গাঁজাসহ দুজন আটক
জামালপুরের মেলান্দহে ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন।
শরিফ উদ্দিন জানান, মেলান্দহ থানা পুলিশের একটি টহল দল বুধবার গভীর রাতে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের বেইলি ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার আটক করে।
এ সময় প্রাইভেটকারের পেছনে রাখা বস্তা থেকে ৫৬ কেজি গাঁজাসহ কাজল ও সজল সাহা নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটক কাজলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও সজল সাহার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আরো জানিয়েছেন, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর এ ঘটনায় সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।