বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই বন্য হাতির
গ্রামবাসীর পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের মাখনের চর গ্রামে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডল জানান, এই এলাকায় ধানকাটা মৌসুমে সীমান্তের ওপারের ভারতীয় পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আতঙ্ক বিরাজ করে। প্রায় এক সপ্তাহ ধরে পাহাড় থেকে বেশ কিছু হাতি নেমে এসে গ্রামবাসীর ক্ষেতের ফসল নষ্ট করছিল। গ্রামবাসী বিভিন্নভাবে এদের ঠেকানোর চেষ্টা করছিল। এ পরিস্থিতিতে মাখনের চর গ্রামবাসীর মধ্যে কেউ বন্য হাতি ঠেকাতে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক ফাঁদ পাতে। শনিবার রাতে পাহাড় থেকে হাতির দল নেমে এলে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাতির মৃত্যু হয়।
এদিকে রাতের মধ্যেই কে বা কারা হাতি দুটির দাঁত ও কান কেটে নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আজ রক্তাক্ত অবস্থায় হাতি দুটিকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ আজ রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটির মৃতদেহ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, মৃত হাতির ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।